Header Ads

জেনে নিন উইন্ডোজ কী দিয়ে কি কি করা হয় - OCTC

 



উইন্ডোজ key এর কাজ কি ?


কম্পিউটারের কিবোর্ড উইন্ডোজ আইকনের মধ্যে একটি ‘কি’ বা ‘বাটন’ রয়েছে। এটিকে বলা হয় ‘উইন্ডোজ কি’। এতে ক্লিক করে সাধারণত উইন্ডোজ স্টার্ট মেন্যু চালু হয়। সেখানে যাবতীয় অ্যাপ্লিকেশন ও সেটিং অপশনগুলো রয়েছে।


তবে এ কাজ ছাড়াও এ বাটনের মাধ্যমে অনেকগুলো কাজ করে নেওয়া যায়। ফলে বারবার কোনো কাজের জন্য মাউসে হাত না রেখেই কিবোর্ডের সাহায্যে করে নেওয়া যাবে অনেকগুলো প্রয়োজনীয় কাজ।


উইন্ডোজ কি-এর ১০ টি কাজ সম্পর্কে তুলে ধরা হলো :- 


উইন্ডোজ ১০-এর অ্যাকশন সেন্টার খোলার জন্য নোটিফিকেশন আইকন মাউস নিয়ে ক্লিক করতে হয়। এ কাজ Win + A স্পেস করলেই হয়ে যাবে।


অনেক সময় কোনো সফটওয়্যার দিয়ে কাজের সময় দ্রুত ডেক্সটপ দেখার প্রয়োজন হয়। এ কাজ সহজে করতে Win + D স্পেস করতে হবে।


উইন্ডোজ এক্সপ্লোরার চালু করতে Win + E স্পেস করতে হবে।


গেইম বার চালু করতে Win + G স্পেস করতে হবে।


সব প্রোগ্রাম মিনিমাইজ করতে Win + M স্পেস করতে হবে


মিনিমাইজ করা উইন্ডোজ রিস্টোর করতে Win + ⇧ Shift + M স্পেস করতে হবে।


টাস্কবারের ফোকাস পাল্টাতে Win + T স্পেস করতে হবে।


অতিরিক্ত কিংবা এক্সটার্নাল মনিটর ও প্রজেক্টরে দৃশ্য দেওয়ার জন্য Win + P স্পেস করতে হবে।


ইন্সটল করা অ্যাপ সার্চ করতে Win + Q স্পেস করতে হবে।


রান ডায়ালগ বক্স ওপেন করা Win + R স্পেস করতে হবে।

No comments

Powered by Blogger.